গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গত কদিনের লাগাতার ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢালের পানিতে আত্রাই নদীর পানি উপজেলার নদী তীরবর্তী কুঞ্জবন রঘুনাথ জিউ মন্দির সংলগ্ন, শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিচু এলাকা গুলো প্লাবিত হয়েছে।এছাড়াও উপজেলার নদী তীরবর্তী পূর্ব এবং পশ্চিম পারের খাজুর ইউনিয়নের কুঞ্জবন,রামচন্দ্রপুর,বিল মোহাম্মদপুর, লক্ষণপুর, হাতুর ইউনিয়নের সমাসপুর, এনায়েতপুর ইউনিয়নের নুরপুর,চাঁন্দাশ ইউনিয়নের টংকা শিবপুর এবং সফাপুর ইউনিয়নের লক্ষীরামপুর মৌজার কিছু এলাকায় প্রতিবছরই বন্যার পানির তরে নদীর পার ধসে যাচ্ছে।এনায়েতপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবু হাসান বলেন,গত দেরদশকে এ নদীর তীরবর্তী নুরপুরসহ পাশ্ববর্তী কয়েকটি মৌজার কয়েকশ বিঘা আবাদী জমি নদীতে ধসে গেছে। ওইসব মৌজার নদী তীরবর্তী শতশত বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে স্থানীয়রা জানান। চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন বলেন,বন্যার পানির শ্রোতে যে পরিমাণ জমি নদী গর্ভে বিলীন হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে বিগত আওয়ামী সরকারের সময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন।স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান,পার ধসে গত প্রায় দুই দশকে নদীর তীরবর্তী টংকা শিবপুর, বানডুবি, লক্ষীরামপুর ও পাঁটাকাটা মৌজার শতশত ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রঞ্জন কুমার মন্ডল বলেন,তার এই শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী আত্রাই নদী থেকে বিগত সরকারের পুরো ১৫ বছর স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে বাঁধে ধস নামার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।আত্রাই নদীর তীরবর্তী এ শিক্ষা প্রতিষ্ঠানটি যাতে নদী গর্ভে বিলীন হয়ে না যায়,সেই জন্য গ্রামবাসী বিগত সরকারের সময় এ নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও কোনো সুফল পায়নি তারা।১৬ আগস্ট শনিবার বিকেলে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রিফাত করিম এর সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

