শেখ রাজু আহমেদ,খুলনাঃ
খুলনা জেলার রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে এমন একটি তথ্যের ভিত্তিতে দৈনিক স্বাধীন সময় পত্রিকার খুলনা বুড়ো প্রধান ও অপরাধ তথ্যচিত্রে সিনিয়র সাংবাদিক ফেরদৌস উল্লাহ ও
এনামুল হক ও মোঃ জাফর আলী সরেজমিনে প্রতিবেদনের জন্য গেলে দেখা যায় হাসপাতালে আউটডোরের টিকিটের মূল্য সরকারি রেট তিন টাকা সে খানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা রোগীদের কাছ থেকে নিচ্ছে পাঁচ টাকা করে নিতে দেখা যায় ভর্তি থাকা ৫০ জন রোগীর সরকারি খাবার মেনু দেখতে গেলে দেখা যায় সরকারি মেনুতে আছে সকলে নাস্তা ও দুপুরে ভাত মাছ মাংস ডান সবজি কিন্তু দেখা যায় সবজির দাম বেশী থাকার কারণে শুধুমাত্র মাংস ও ডাল দিচ্ছে অপরিষ্কার জায়গায় রান্না হচ্ছে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বললে জানা যায় নাস্তা ও দুপুরের খাবার দেয় ঠিকই কিন্তু খাবারের মান খুবই খারাপ আউটডোরে একজন রোগী ইসমাইলের সাথে কথা বলে জানা যায় যে টিকিট কেটে ডাক্তার পাওয়া খুবই কষ্টের বিষয় এই সমস্ত অভিযোগ ও হাসপাতালের সার্বিক বিষয়ে নিয়ে হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাজেদুল হক কাওছার সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন হাসপাতালে কোন আউটসোর্সের চতুর্থ গ্রেট এর কর্মচারী না থাকার কারণে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না এবং আমাদের হাসপাতালে মেডিকেল ডাক্তার খুবই সংকট যার কারণে রোগীদের ভোগান্তি হচ্ছে এবং অন্যান্য হাসপাতালের থেকে আমার হাসপাতালে খাবারের মান খুবই ভালো । হাসপাতালে ভর্তি রোগের সংখ্যা পঞ্চান্ন জন ডেঙ্গু রোগীর সংখ্যা দুইজন আউটডোরে প্রতিদিন রোগীর ৩০০ থেকে ৪০০ রোগী হয়

