swadhinshomoy
17th Aug 2025 12:02 pm | অনলাইন সংস্করণ Print
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ছোট ছোট কিছু দল হইছে, খুবই ভাল কথা। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু আমরা দেখতেছি, দুই মাস বয়স হয় নাই এই নতুন দল থেকে আম একে একে লোকজন পদত্যাগ করছে। আপনাদের বলবো, অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান। একজন বলেছে, ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন হবে না। আমাদের ছেলে-মেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। তাই আমরাও সংস্কার চাই। বিএনপির হাত ধরেই সেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝড়েছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতিক্ষায় ১৮ কোটি মানুষ। জনগনের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পুর্ণাঙ্গ সংস্কার করবে।
শামা ওবায়েদ বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই বিএনপিতে নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সকলের অধিকার থাকবে।
যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমুখ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

