নাম: রাকিবুল ইসলাম,বিশেষ প্রতিনিধি চকরিয়াঃ
আগামী ২৩ আগস্ট চকরিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে হারবাং ইউনিয়ন বিএনপির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক! প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোবারক আলি।
সভায় বক্তারা বলেন, আগামী ২৩ আগস্টের জনসভা হবে চকরিয়া-সহ সমগ্র কক্সবাজার জেলায় একটি ঐতিহাসিক সমাবেশ। সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্র হত্যা নীতির বিরুদ্ধে এ সমাবেশই হবে জনগণের প্রতিবাদের শক্তিশালী প্ল্যাটফর্ম। এ জন্য ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে হারবাং ইউনিয়ন বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব এনামুল হক ও প্রধান বক্তা মোবারক আলি তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ২৩ আগস্টের জনসভা হবে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে দলে দলে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা।

