হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার দিন শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে পরীক্ষার প্রশ্নপত্রের অপেক্ষা করছে। বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, তাদের কাছ থেকে প্রতি জনের নিকট ৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে। অভিভাবকরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেম হোসেন বলেন,
“আগে কোনো পরীক্ষার ফি নেওয়া হতো না। তবে এবার বিদ্যালয়ের কিছু খরচ মেটাতে পরীক্ষার ফি নেওয়া হচ্ছে এবং এর বৈধতা রয়েছে।”
অন্যদিকে টঙ্গীবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন বিষয়টি সম্পর্কে বলেন,
“সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার কোনো বিধান নেই। যদি সত্যিই ফি নেওয়া হয়ে থাকে তবে তা সম্পূর্ণ অনিয়ম। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“প্রাথমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের নির্দেশনা রয়েছে। কোনো বিদ্যালয় যদি এর ব্যতিক্রম করে তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায় শিক্ষার মূল নীতির পরিপন্থী। তারা প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

