মোঃমারুফ,বরিশাল ব্যুরোঃ
বরিশালের কাউনিয়া থানাধীন বিসিক রোড এলাকায় দোলামনি (১৭) নামের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন চরমোনাই পীরের মুরিদ মোঃ জামাল হোসেন হাওলাদার (৪৫), পিতা মৃতঃ আজগর আলী হাওলাদার, গ্রাম–কাউনিয়া, জেলা–বরিশাল।
ভিকটিমের মা জানান, তার স্বামী ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। এরপর তিনি ছোট মেয়ে দোলামনিকে নিয়ে আসামি জামাল হোসেনের বড় ভাই কামাল হাওলাদারের বাসার নিচতলার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ভিকটিমের মা নিকটবর্তী স্থানে একটি ভাতের হোটেল চালান। দিনের বেলা তিনি হোটেলে থাকেন, আর তার মেয়ে দোলামনি বাড়িতে একা থাকে।
অভিযোগে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে আসামি মোঃ জামাল হোসেন হাওলাদার সুযোগ বুঝে ভাড়াটিয়া দোলামনিদের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান এবং হত্যারও চেষ্টা করেন। দোলামনির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।
ভিক্টিমের মা তিনি জানান, “আমার স্বামী মারা যাওয়ার পর আমি মেয়ে নিয়ে কষ্ট করে ভাড়া বাসায় থাকি। জামাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার মেয়েকে উত্যক্ত করত। ঘটনার দিন সে ঘরে ঢুকে আমার মেয়েকে জোর করে ধর্ষণ করতে যায় এবং তাকে মেরে ফেলারও চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় ভিকটিমের পরিবার কাউনিয়া থানায় লিখিত মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

