আশরাফুল আলম,ময়মনসিংহ:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল ১১টায় একাডেমিক কাউন্সিল এবং রাত ৯টা ৩০ মিনিটে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলে থাকা আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত
গত জুন থেকে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি’ দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের দাবি, এক পেশায় এক ডিগ্রি প্রণয়ন করতে হবে। আন্দোলনের অংশ হিসেবে কয়েকবার প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয় এবং ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়।
সোমবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠকে শিক্ষার্থীরা সন্তোষজনক সিদ্ধান্ত না পেয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ প্রায় ২শ’র বেশি শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
উত্তেজনা ও সংঘর্ষ
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ উপস্থিত হয়ে আলোচনা করলেও সন্ধ্যার দিকে বহিরাগতদের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে কয়েকজন শিক্ষক-কর্মকর্তা আহত হন এবং ক্যাম্পাসে ভাঙচুর চলে।
প্রশাসনের সিদ্ধান্ত
রাতের অনলাইন সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টর অধ্যাপক আবদুল আলীম জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা
আগামীকাল ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলে অবস্থান ত্যাগ করতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষক সমিতি জানিয়েছে, অবরুদ্ধ শিক্ষকদের মুক্তি এবং ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না।

