swadhinshomoy
18th Sep 2025 5:55 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ সিরাজুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদরাসায় এ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুদ্ধ কুরআন তেলাওয়াত, হামদ-নাত, নাতে রাসুল (স.), সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও নানা ইভেন্টে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গুণীজন অংশগ্রহণ করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ নুরুল আমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম সেলিম, মোঃ ফাইজুল হক সুমন, মাওলানা খাইরুল আমিন ছগির ও হাফেজ মুহাম্মাদ আব্দুল কাদেরসহ আরও অনেকে।
পরে শিক্ষার্থী, শিক্ষক ও গুণীজনদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

