মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধিঃ
আদালতের বিচারক তদ্বির না রাখায় ক্ষুদ্ধ হয়ে আমার দেশ পত্রিকায় ব্যক্তি স্বার্থে বিভ্রান্তমুলক সংবাদ প্রকাশ করে আদালত ও বিচার বিভাগের মান ক্ষুন্ন করেছে স্থানীয় একজন সংবাদকর্মি।
বিচারবিভাগ এবং প্রশাসন কে গণমাধ্যমের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করেছে বলে চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি আয়োজিত সংবাদ সম্মেলনে করে অভিযোগ করছেন।
অসৎ উদ্দেশ্যে উক্ত পত্রিকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংবাদকর্মি আদালতের একজন বিজ্ঞ বিচারকের বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা খবর প্রকাশ করে।
আজ বুধবার বেলা ১১ টায় চরফ্যাসন আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইনজীবী নেতৃবৃন্দ এমন অভিযোগ তুলেছেন।
চরফ্যাসন আদালতে সহকারী জজ হিসেবে সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধন সম্প্রতি দায়িত্ব নেয়ার পর স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারকার্য পরিচালনা করেছেন।
তাঁর সহধর্মিনী উপজেলা নির্বাহী অফিসার রাসনা সারমিন মিথি।
২১ সেপ্টেন্বর আমার দেশ পত্রিকায় অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনওর লুটপাট” স্বামী সিনিয়র সহকারি জজ, ইউএনওর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা” শিরোনামে সংবাদে বিচারককে জড়িয়ে বিতর্কিত সংবাদ প্রকাশ করেছে ভোলা/ চরফ্যাসন প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাহবুবুল ইসলাম বলেন, চরফ্যাসন আকার আয়তন ও জনসংখ্যার দিকে অনেক বড় একটি উপজেলা। আদালতে মামলা-মোকদ্দমার সংখ্যাও অনেক বেশী। চরফ্যাসন আদালতে সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাধন ন্যায় পরায়ন ও স্বচ্ছ একজন বিচারক।
তাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আদালত ও বিচার বিভাগকে বিতর্কের মুখোমুখি দাড়িয়েছে সংবাদের মাধ্যমে ।
এডিশনাল পিপি এডভোকেট হিরণ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধনকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করে আদালতের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে সংবাদকর্মি আমার দেশ প্রতিনিধি এম লোকমান হোসেন।
তিনি আদালতের উক্ত বিচারকের কাছে একাধিক মামলার তদ্বির করে ব্যর্থ হয়ে সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এসমস্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এসময় চরফ্যাসন আদালতের জিপি এডভোকেট মো. সিদ্দিক মাতাব্বর, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন,এডভোকেট তরিকুল ইসলাম, এডভোকেট মো, লিয়াকত আলী, এডভোকেট লিটন হাওলাদার, এডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমানসহ সকল আইনজীবী ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

