মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে।, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ হয়।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হয়।
সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার সন্দেহভাজন ( ১)একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় বাড়ির পাশে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন

