স্টাফ রিপোটার, মোঃ ইসমাইল হোসেনঃ
ফেনী দাগনভূঞা উপজেলা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, বুলেট ফারুক (৪৪) ও তার প্রধান সহযোগী সাইফুল ইসলাম সুজন (৩৮)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৪র সেপ্টেম্বর) রাতে ফেনীর দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের গোডাউন রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বুলেট ফারুক (৪৪)নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামাল উদ্দিন হাজী বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে এবং সাইফুল ইসলাম সুজন(৩৬) কুতুবপুর ইউনিয়নের রমজান আলী ব্যাপারী বাড়ির মৃত আব্দুল খায়েরের ছেলে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার প্রধান সহযোগী সাইফুল ইসলাম সুজনের বাড়ি তল্লাশি করে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও জানান, বুলেট ফারুকের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিএমপির ডবলমুড়িং থানাসহ বিভিন্ন জায়গায় ১০টি মাদক মামলা রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম সুজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ৬টি মাদক মামলা আছে।
এই ঘটনায় দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

