swadhinshomoy
05th Oct 2025 6:32 pm | অনলাইন সংস্করণ Print
আল রোকন,রিপোর্টার কুমিল্লাঃ
তিতাসের কালাচানকান্দি গ্রামের মরহুম শাহাদাত হোসেনের পুকুরপাড় যা অর্ধশতাব্দী ধরে ছিল দেশীয় ও মৌসুমী নানা প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়স্থল—এখন পরিণত হয়েছে আতঙ্কের রাজ্যে। স্থানীয়দের হাতে প্রতিদিনই নির্বিচারে নিধন হচ্ছে শত শত পাখি।
এই ম’র্মা’ন্তি’ক খবর জানার পর রবিবার (৫ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা বৃন্দ জায়গার মালিক কামাল হোসেন, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ইউএনও সুমাইয়া মমিন পাখি নিধন রোধে এবং তাদের নিরাপদ আবাস পুনঃস্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

