শেখ আহাম্মেদ চট্টগ্রাম:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভয়াবহ এক দুর্ঘটনায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সাততলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শাখাওয়াত, তানভীর ও মিসকাত। তারা তিনজনই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে এসির বক্স লাইনের মেরামত কাজ চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ঘটে। এতে আগুনের সূত্রপাত হলে তিন কর্মী দগ্ধ হন।
দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, ঘটনার পর হাসপাতাল ভবনের ঐ অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির তারের সংযোগে ত্রুটি থেকেই শর্ট সার্কিট ও বিস্ফোরণ ঘটে।
ঘটনাটি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে বলে পিডিবি সূত্রে জানা গেছে।

