ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় লবণ আমদানি বন্ধ, বাজারজাতকরণে স্বচ্ছতা এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর ২০২৫ ইং, সকাল ১১টা থেকে উপজেলা চত্বর মহেশখালীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংঘটন পরিষদ, মহেশখালী, কক্সবাজার।
প্রতিবাদ সমাবেশে ব্যানার হাতে ও হাতে লবণ নিয়ে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী এবং স্থানীয় সচেতন জনগণ অংশগ্রহণ করেন। তারা বলেন—
“দেশে লবণের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে অপ্রয়োজনীয় আমদানি ও বাজারে অসাধু সিন্ডিকেটের কারণে দেশীয় লবণচাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।”
বক্তারা অবিলম্বে লবণ আমদানি বন্ধ, বিদেশি শিল্পকারখার বাজারজাত করা লবণের বাণিজ্য নিয়ন্ত্রণ এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লবণচাষি নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

