swadhinshomoy
13th Oct 2025 5:18 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোটার : মোঃ ইসমাইল হোসেন:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে আলোচিত মা-মেয়ে জোড়া হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহেল ওরফে চোরা মান্না, তিনি ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিশ্চর বাদুরবাড়ি এলাকার বাসিন্দা।
রামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে আটক করে আদালতের মাধ্যমে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সোহেলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও নারী প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এমনকি সে ডজন খানেক বিয়েও করেছে বলে জানা গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জোড়া হত্যা মামলার ঘটনায় সোহেলের সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

