জিয়াউল হক, ছাগলনাইয়া(ফেনী)প্রতিনিধি:
আল জামিয়াতুল ইসলামীয়া কাসেমুল উলুম ছাগলনাইয়া, ফেনীতে গত ১৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত বার্ষিক ইসলামী সম্মেলন সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদ মাদরাসার জন্য ৯৮ হাজার ৪০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
নগদ অর্থ জামিয়ার মহাপরিচালক হযরত মাওলানা রুহুল আমিন সাহেবের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা এনামুল হক বাবুল,সহ সভাপতি মাওলানা আব্দুল কাদের মিয়াজী,সহ সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন,মাওলানা মুসা প্রমুখ।
অর্থ গ্রহণ করে মাদরাসা পরিচালক হযরত মাওলানা রুহুল আমিন ছাত্র পরিষদের দায়িত্বশীলদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সম্মেলনের জন্য যারা আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন,
আল্লাহ পাক যেন ছাত্র পরিষদের এই খেদমত কবুল করেন এবং সকল দাতার দিলের নেক মাকসুদ পূরণ করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও জামিয়ার যেকোনো আয়োজনে প্রাক্তন ছাত্র পরিষদের দায়িত্বশীল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা পূর্বের ন্যায় অগ্রণী ভূমিকা পালন করবে,।

