swadhinshomoy
30th Nov 2025 10:35 am | অনলাইন সংস্করণ Print
মাহবু্ব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধীন্যাস্ত মংলা বিশেষ ক্যাম্পের নায়েক মোঃ ফারুখ হোসেন দিবাগত ভোর ৪ টায় মংলা সীমান্তের মেইন পিলার ২৮৭/২৫ এস হতে আনুঃ ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে মংলা শাওওতাল পাড়া মাঠের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল চোরাকারবারি ভারত থেকে নেশাজাতীয় ইনজেকশন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সংবাদ পেয়ে ওৎ পেতে থাকে। বেশ কয়েকজন চোরাকারবারী আসতে থাকলে টহলরত বি জি বি নায়েক মোঃ ফারুখ হোসেন ও স্বর্গীয় ফোর্স চোরাকারবারিদের ধাওয়া করলে বেশ কয়েকটি টোপলা ফেলিয়ে পালিয়ে যায়।
উদ্ধার কৃত বেশ কয়েকটি টোপলা থেকে খভারতীয় কুপিজেসিক ইনজেকশন ( ০ ২ এম এল)
১৯৮০পিস উদ্ধার করতে সক্ষম । উদ্ধারকৃত ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনের আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

