মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়
অদ্য ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রোজ সোমবার, লাকসাম পৌরসভার অভ্যন্তরে বিএসটিআই খুবে গোপন সূত্রে খবর পেয়ে লাইসেন্স ব্যতীত ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদনের অপরাধে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেন।
এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত কয়েকটি আচার তৈরির কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ও মান নিয়ন্ত্রণের নিয়ম অমান্য করে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করে আর্থিক জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরবাসীর মধ্যে এই অভিযানের পর স্বস্তি ও সচেতনতা তৈরি হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

