• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন:মোবাইল কোর্টের অভিযানে, জরিমানা 

     swadhinshomoy 
    28th Oct 2025 2:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:

    কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়
    অদ্য ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রোজ সোমবার, লাকসাম পৌরসভার অভ্যন্তরে বিএসটিআই খুবে গোপন সূত্রে খবর পেয়ে লাইসেন্স ব্যতীত ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদনের অপরাধে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেন।

    এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত কয়েকটি আচার তৈরির কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ও মান নিয়ন্ত্রণের নিয়ম অমান্য করে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে।

    এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করে আর্থিক জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পৌরবাসীর মধ্যে এই অভিযানের পর স্বস্তি ও সচেতনতা তৈরি হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031