• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুর্গাপুরসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের দাপট, জনজীবন বিপর্যস্ত 

     swadhinshomoy 
    13th Aug 2025 3:07 am  |  অনলাইন সংস্করণ Print
    মো: আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
    লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি হুমকির মুখে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ডে নিয়োজিত বেশ কয়েকশত ব্যক্তি মাদক ব্যবসায়ের সাথে জড়িত থেকে এলাকার সামাজিক ও আইনি অবস্থা অস্থির করে রেখেছেন।
    অত্র এলাকার বিভিন্ন স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নলিখিত মাদক ব্যবসায়িকরা মাদক কারবারের সঙ্গে জড়িত থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং এলাকার যুবসমাজকে বিপথগামী করে তুলছেন:
    ১. নাম: মো: শরিফুল মিয়া, ডিগ্রিরচর
    ২.নাম: মো: মোজাম্মেল ওরফে (চিকন মাতা), চুলকানির বাজার।
    ৩. নাম: মো: রাজ্জাক ওরফে (ঠক রাজ্জাক), দুর্গাপুর বাজার।
    ৪. নাম: মো: জাহিদুল । পিতা: মৃত সালাম। ঠিকানা: পূর্ব দিঘলটারি । (মাদক গডফাদার)।
    ৫. নাম: মো: আশাদুল । ঠিকানা: পূর্ব দিঘলটারি।
    ৬. নাম: মো: আরিফ । ঠিকানা: পূর্ব দিঘলটারি।
    ৭. নাম: মো: ফেরদৌস । ঠিকানা: কুমারপাড়া । (মাদক গডফাদার)।
    ৮. নাম: মো: ফারুক । ঠিকানা: কুমারপাড়া।
    ৯. নাম: মো: বাচ্চু । ঠিকানা: কুমারপাড়া।
    ১০. নাম: মো: সিদ্দিক । ঠিকানা: কুমারপাড়া।
    ১১. নাম: মো: মস্তাকিন। ঠিকানা: চওড়াটারী।
    ১২. নাম: মো: বাবু । পিতা: এজাল্লি । ঠিকানা: চওড়াটারী
    ১৩. নাম: মো: মাসুদ আর মামুন । পিতা: মজিবর মাস্টার । ঠিকানা: চওড়াটারী (দুই ভাই মাদক ব্যবসায়িক)
    ১৪. নাম: মো: নুর-আলম । পিতা: নুর ইসলাম। ঠিকানা: চওড়াটারী
    ১৫. নাম: মো: আশাদুল । পিতা: বাবু । ঠিকানা: চওড়াটারী
    ১৬. নাম: মো: আনিছুল। পিতা: কেরামত । ঠিকানা: চওড়াটারী
    ১৭. নাম: মো: সুমন। পিতা: আনারুল । ঠিকানা: চওড়াটারী
    ১৮. নাম: মো: রবিউল অরফে (চড়াই হানজারা)। পিতা: লুৎফর। ঠিকানা: চওড়াটারী
    ১৯. নাম: মো: আশরাফুল অরফে (মাথা খারাপ)। ঠিকানা: আমতলা, দুর্গাপুর
    ২০. নাম: মো: শাকিল। পিতা: পনির। ঠিকানা: নামাটারী
    ২১. নাম: মো: আব্দুল সালাম অরফে (বাদু)। পিতা: সোলেমান। ঠিকানা: নামাটারী
    ২২. নাম: মো: সুজন। পিতা: সুবহান। ঠিকানা: নামাটারী
    ২৩. নাম: মো: হজরত। ঠিকানা: তৈলারটারী, দুর্গাপুর
    ২৪. নাম: মো: আশরাফুল (দুর্গাপুরের জামাই)। ঠিকানা: দুর্গাপুর বাজার
    ২৫. নাম: মো: তোতা। ঠিকানা: তৈলারটারী, দুর্গাপুর
    ২৬. নাম: মো: শাহ্ আলম। পিতা: শহিদুল। ঠিকানা: কুটিবাড়ী (বাবা-ছেলে দু’জনই মাদক ব্যবসায়িক)
    ২৭. নাম: মো: সোহাগ। ঠিকানা: বানিয়াটারী
    ২৮. নাম: মো: আলমগীর। ঠিকানা: ডিগ্রীর চর
    ২৯. নাম: মো: মুস্তাকিম। ঠিকানা: চওড়াটারী
    ৩০. নাম: মো: দুলু। ঠিকানা: কুটিবাড়ী
    ৩১. নাম: মো: বিপুল। পিতা: রশিদ। ঠিকানা: চওড়াটারী, দুর্গাপুর
    ৩২. নাম: মো: রশিদুল। ঠিকানা: আমেরতল, দুর্গাপুর
    ৩৩. নাম: মো: মালিকুল। পিতা: নাহিদুল। ঠিকানা: নামাটারী
    ৩৪. নাম: মো: আরিফ। পিতা: উস্তম। ঠিকানা: নামাটারী
    ৩৫. নাম: মো: আলম। পিতা: আহাদ আলী। ঠিকানা: নামাটারী (বাবুর দোকানের সাথে)
    ৩৬. নাম :মো: মাহিদুল, নামাটারী
    ৩৭.নাম :মো: দুলাল, নামাটারী
    ৩৮. নাম :মো: শাহিন অরফে (শাহিনুর), নামাটারী রোড
    ৩৯. নাম :জিয়ারুল অরফে জিয়া, মান্নানের চৌপতি কেম্পের টারী
    ৪০. নাম :মো: মিনাল, নামাটারি
    ৪১. নাম :মো: মিনাল, বশিমটারী
    ৪২.নাম :মো: শহিদুল অরফে (ভেঙ্কাস), ডিগ্রির চড়
    ৪৩.নাম :মো: শিপুল, ডিগ্রির চর
    ৪৪. নাম :মো: সায়েদ, সটিবাড়ি
    ৪৫. নাম :মো: রবিউল, উত্তর গোব্দা
    ৪৬. নাম :মো: আহালু অরফে (গুলি আহালু), দক্ষিণ গোব্দা, শব্দমূল, ভালোবাসার বাজার
    ৪৭. নাম :মো: শহিদুল, উত্তর গোব্দা
    ৪৮. নাম :মো: শাহিদার, উত্তর গোব্দা
    ৪৯. নাম :মো: মমিনুল অরফে (বাঁশ মমিনুল), দিগলটারী মসজিদ সংলগ্ন
    ৫০. নাম :মো: তামাক মমিন, দিগলটারী, ঘোড়া ওয়ালার বাড়ি সংলগ্ন
    ৫১. নাম :মো: সুমন, দিগলটারী
    ৫২. নাম : মো: এখড়া ও মাইদুল (দুই ভাই), চুলকানির বাজার
    ৫৩. নাম :মো: আলতাফ, চুলকানির বাজার
    ৫৪. নাম :মো: বাবু (কম্পিউটার), চওড়াটারী নদীর-পাড়
    ৫৫. নাম :মো: সুজন, দিগলটারী (পশ্চিম বর্ডার)
    ৫৬. নাম :মো: আজিজার, দিগলটারী (পশ্চিম বর্ডার)
    ৫৭.নাম :মো: বাট্টু, পাগলার বাজার (সরকারের বাড়ি সংলগ্ন)
    ৫৮.নাম :মো: সালাম, কুটিবাড়ি, ৩ নং ওয়ার্ড
    ৫৯. নাম :মো :আনোয়ার, চওড়াটারী
    ৬০.নাম : মো: রিপন, পাগলার বাজার
    ৬১. নাম: মো: দুলাল, চওড়াটারী
    ৬২. নাম :মো: শরিফুল, ডিগ্রীর চড়
    ৬৩.নাম :মো: সুজন মিয়া, সাংকারচওড়া
    ৬৪. নাম :মো: আবু সায়েদ, উত্তর গোদ্দা শটিবাড়ি
    ৬৫. নাম :মো: টিটু মিয়া, ৬ নং ওয়ার্ড উত্তর গোব্দা
    ৬৬. নাম :মো: শরিফুল ইসলাম, শটিবাড়ি
    ৬৭. নাম :মো: মুস্তাকিন ইসলাম, ৪ নং ওয়ার্ড শটিবাড়ী
    ৬৮. নাম :মো: মক্কা মিয়া অরফে (মক্কা চোর), উত্তর গোব্দা শটিবাড়ি
    ৬৯. নাম :মো: রাজু মিয়া, ৪ নং ওয়ার্ড উত্তর গোব্দা শটিবাড়ি
    ৭০. নাম :মো: নয়ন মিয়া, ৪ নং ওয়ার্ড উত্তর গোব্দা
    ৭১.নাম :মো: আতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড উত্তর গোব্দা শটিবাড়ি
    ৭২. নাম :মো: রয়িদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড উত্তর গোব্দা শটিবাড়ি
    ৭৩. নাম :মো: হজরত আলী অরফে (গাল কাটা), দক্ষিণ গোব্দা, ভালোবাসার বাজার
    ৭৪. নাম :মো: ইদ্রিস আলী, ৬ নং ওয়ার্ড উত্তর গোব্দা শটিবাড়ি
    ৭৫. নাম :মো: আজিদুল হক, ৬ নং ওয়ার্ড উত্তর গোব্দা শটিবাড়ি
    ৭৬.নাম :মো: শহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড উত্তর গোব্দা শটিবাড়ি
    ৭৭. নাম :মো: সাইফুল, উত্তর গোব্দা ৪ নং ওয়ার্ড
    ৭৮. নাম :মো: জোবায়দুল, নয়ারহাট, সাংকারচওড়া
    ৭৯. নাম :মো: অলিউল, কুটিবাড়ি
    ৮০. নাম :মো: ফারুক মিয়া, দক্ষিণটারী
    ৮১.নাম :মো: সুজন, দক্ষিণটারী
    ৮২. নাম :মো: নুর আলম অরফে (দারিয়া নুর আলম), মাস্টারপাড়া
    ৮৩. নাম : মো: সুজন অরফে (টেগারি সুজন), চওড়াটারী
    ৮৪.নাম:মো: আল আমিন, কুটিবাড়ি
    ৮৫. নাম: মো: আশরাফুল মিয়া, কুটিবাড়ি
    ৮৬. নাম : মো: আলম, চুলকানির বাজার
    ৮৭. নাম : মো: হজরত, চওড়াটারী
    ৮৮. নাম : মো: সুমন, চুলকানির বাজার
    ৮৯. নাম : মো: আলমগীর ওরফে (গুলি আলমগীর), ডিগ্রিরচড়
    ৯০.নাম: মো: রফিক অরফে (গেদু), বানিয়াটারি
    ৯১. নাম: মো: কোতো মিয়া, দুর্গাপুর বাজার
    ৯২. নাম: মো: আলম অরফে (ছোট আলম), দুর্গাপুর বাজার
    ৯৩. নাম : মো: হালিম অরফে (টোইসসা), ঠিকানা: নামাটারী।
    ৯৪. নাম: মো: নামআতিক অরফে আতিক মুন্সি, পাগলা বাজার
    ৯৫. নাম: মো: আতিয়ার, চুলকানি বাজার
    ৯৬. নাম: মো: রিপন অরফে ভুড়ি খাওয়া রিপন, পাগলার বাজার
    ৯৭. নাম: মো: টিপু অরফে টেপু,ঠিকানা : কাউয়া বাজার।
    ৯৮.নাম: মো: মনোয়ার, ঠিকানা: ডিগ্রির চওড়া।
    ৯৯. নাম : মো: দুলাল,ঠিকানা : ডিগ্রীর চওড়া।
    ১০০.নাম: মো: জুয়েল। পিতা: হানিফ। ঠিকানা : দুর্গাপুর ।
    দুর্গাপুরে মাদক কারবারের বিরুদ্ধে কথা বলার সাহস শুধু সাধারণ মানুষের নয়, সাংবাদিকদের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে।
    স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও সত্য সংবাদ প্রচার করতে গিয়ে অনেক সাংবাদিক নানা ধরনের হুমকি ও ধমকির মুখোমুখি হচ্ছেন। এরা শুধু মাদক কারবারে জড়িত নয়, তাদের দাপট ও অবৈধ কর্মকাণ্ড এলাকায় এতটাই প্রবল যে, যারা সাহস করে তাদের বিরুদ্ধে মুখ খুলে, তাদের উপর শারীরিক ও মানসিক হয়রানি, অনুসরণ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই পরিস্থিতি সাংবাদিকতা ক্ষেত্রেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এবং সত্য প্রকাশের পথে বড় বাঁধা সৃষ্টি করছে। ফলে, দুর্যোগে পড়েছে স্থানীয় সমাজের জানাশোনা ও উন্নতির স্বপ্ন।
    এই মাদক ব্যবসায়ীরা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য নয়, এলাকার শান্তি ও কল্যাণের বিরুদ্ধেও কাজ করছে। তারা মাদকদ্রব্যের মাধ্যমে যুবসমাজকে বিধ্বস্ত করে জাতির ভবিষ্যৎ বিনষ্ট করছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এলাকাবাসী আগ্রহী ও প্রত্যাশী যেন তারা দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেন।
    এলাকার প্রবীণ ব্যক্তিরা মনে করেন, মাদক কারবারের বিরুদ্ধে তৎপর না হলে এখানকার শান্তিপূর্ণ জীবন বিপন্ন হবে। তাই প্রশাসনকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে, যাতে এই ধরণের অপকর্মের অবসান হয় এবং যুবসমাজে সুস্থ ও সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়।
      মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে না পারলে, শুধু সাধারণ মানুষ নয়, সত্য কথা বলার সাহস রাখা সাংবাদিকরাও নিরাপদ থাকবেন না এবং এভাবেই সমাজের অন্ধকার বাড়তে থাকবে। অবশেষে, প্রত্যেক নাগরিকের দায়িত্ব, মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি করা এবং নিজেদের সন্তান ও সমাজকে এই বিভৎস অভ্যাস থেকে রক্ষা করা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করাই হবে আমাদের দেশ ও সমাজের উন্নতির মূল চাবিকাঠি
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31