জয়নাল আবেদীন, জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
সভায় তিনি সরকারি বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি সময়মতো বাস্তবায়নের ওপর জোর দেন। পাশাপাশি এসব কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় উঠে আসে—বনভূমিতে অবৈধ বসতি উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত পোল্ডার ও বেড়িবাঁধ সংস্কার, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি ইত্যাদি বিষয়।
সভা শুরুর আগে তারুণ্য উৎসব ২০২৫–এর সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।

