Thursday, September 19, 2024
spot_img
Homeজাতীয়সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খনন করবে চীনা কোম্পানি

সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খনন করবে চীনা কোম্পানি

সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খননের দায়িত্ব পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন। এই দুটি কূপের একটি উন্নয়ন কূপ এবং অন্যটি অনুসন্ধান কূপ। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৮৯৩ টাকা ৪৮ পয়সা।

বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনকে কূপ খননের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানি আইন-২০১০ অনুযায়ী সিলেট-১১ ও রশিদপুর-১৩ কূপ খনন করা হবে।

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব গৃহীত হয়েছে বলেও জানান সচিব।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পটি চালু থাকবে। কূপ দুটির খনন সফলভাবে শেষ হলে প্রথম পাঁচ বছর দৈনিক ২ কোটি ঘনফুট এবং পরের পাঁচ বছর দৈনিক ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। ১০ বছরে যে পরিমাণ গ্যাস তোলা যাবে, তার মূল্য হবে প্রায় ৪ হাজার ৫৪৫ কোটি টাকা।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments