ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে র্যাব ১৫, পুলিশ ও নৌবাহিনীর সমন্বিত বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর একটি গোপন স্থানে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় দেশীয় এলজি, একনালা বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্রের উপস্থিতি এবং সন্ত্রাসীদের বিচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
র্যাব-পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে কাউকে আটক করা না গেলেও, সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে অবৈধ অস্ত্র মজুত ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে।

