swadhinshomoy
27th Sep 2025 5:12 pm | অনলাইন সংস্করণ Print
হাফেজ মাওলানা আবু রায়হান:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলের নেতা-কর্মী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংহতি এবং জনগণের কল্যাণে ইসলামিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে ন্যায্যতা, শান্তি এবং সামাজিক উন্নয়নের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য।
উপস্থিত জনতা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণ করেন এবং বক্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। সমাবেশের শেষ পর্বে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

