রেজাউল মোস্তফা, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সামাজিক সংগঠন নগরফুলের সহযোগিতায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের (নগরফুল) জন্য “টাইফয়েড টিকাদান কার্যক্রম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শহরের সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। তিনি বলেন, “পথশিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। এমন মানবিক উদ্যোগগুলো শহরকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন, সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মামুনুর রশিদ ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
নগরফুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নগরফুল সভাপতি মোহাইমেনুর রহমান মাহিম, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য এবং নগরফুলের বিভিন্ন শাখার ও প্রজেক্ট প্রতিনিধি ও মালীগণ।
নগরফুল সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগ প্রশংসনীয়। চসিক ও নগরফুল যৌথভাবে আয়োজিত এধরণের কার্যক্রমে পথশিশুদের সুশৃঙ্খল ও নিরাপদ জীবনগঠনে কার্যকর ভূমিকা রাখবে।”
প্রোগ্রামটি সঞ্চালনা করেন নগরফুলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের।
নগরফুল হলিডে স্কুল ষোলশহর ও ক্যান্টনমেন্ট শাখার ২০০ জন শিক্ষার্থীসহ ২৫০ জনের অধিক পথশিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে পথশিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নগরফুল, যা শহরের সামাজিক ও মানবিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

