• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে নেসকো’র  অব্যবস্থাপনাঃ প্রতিবাদে মানববন্ধন 

     swadhinshomoy 
    13th Aug 2025 11:53 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে
    মানববন্ধন পালিত হয়েছে।

    আজ ১৩ আগস্ট (বুধবার) বেলা সাড়ে ১১টায় উপজেলার নাচোল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ডেভলপমেন্ট সোসাইটি আয়োজিত মানববন্ধনে নেসকোর অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকারের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন প্রমূখ। বক্তাগণ অভিযোগে বলেন, মাত্র কয়েক মাস পূর্বে নেসকোর সাব-স্টেশনটি স্থাপিত হলেও লোকবলের অভাবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত নেসকো অফিসটি চালু করতে পারেনি । ফলে নাচোলে চরম বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হচ্ছে। সেইসাথে মিটার ভাড়া ও সার্ভিস চার্জ আদায় করছে নেসকো। বক্তাগণ আগামী এক সপ্তাহের মধ্যে নাচোল বিদ্যুৎ সমস্যার সমাধান না করা হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন। এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, এ স্টেশনটি পূর্নাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। লোকবল ৩ জনের স্থলে ১ জন আছে, আরও ২ জন হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31