swadhinshomoy
17th Aug 2025 12:54 pm | অনলাইন সংস্করণ Print
জামালপুর প্রতিনিধি : মোঃ রামু মিয়া
জামালপুরের বকশীগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দুলাল শেখ ও বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে উভয়পক্ষ বিরোধপূর্ণ জমির দখলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে দুলাল শেখ (৫৫) গুরুতর আহত হন।
প্রথমে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল শেখ ভাটি কলকিহারা গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে।
সংঘর্ষে নিহতের ভাই নূরচান মিয়া, হেলাল উদ্দিন ও কামাল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অপর পক্ষের বিল্লাল হোসেন, নঈম উদ্দিন ও বিজয়ও গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

