swadhinshomoy
17th Aug 2025 11:10 am | অনলাইন সংস্করণ Print
সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান।
প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক ৩ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইব্রাহিম খলিল
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

