• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে 

     swadhinshomoy 
    18th Aug 2025 1:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ সরদার ফকিরহাট উপজেলা প্রতিনিধিঃ

    “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
    এ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালি, সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বরে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি পুকুর পাড়ে এসে শেষ। এরপর কর্মকর্তারা সরকারি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।
    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ি, মৎস্য চাষী, উদ্যোক্তাসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান জানান, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এরপর সপ্তাহব্যাপি যেসব অনুষ্ঠান করা হবে তার মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহের শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ এর সমাপ্তি হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, মৎস্য উন্নয়নে জলবদ্ধতা বড় একটা সমস্যা। যে কারনে জলাবদ্ধতা নিরসনে নদী-খালে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরী। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ্য নেট-পাটা উচ্ছেদসহ মাইকিং করে বিভিন্ন প্রচরনা চালানো হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31