swadhinshomoy
18th Aug 2025 12:27 pm | অনলাইন সংস্করণ Print
মোঃনুর উদ্দিন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তারা অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার থেকে বিরত থাকা, নিষিদ্ধ প্রজনন মৌসুমে মাছ না ধরা এবং মৎস্য সম্পদ রক্ষায় সরকারি আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা আরও উল্লেখ করেন, মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাত থেকে দেশের বিপুল জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে থাকে। তাই টেকসই মৎস্য আহরণ ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, মৎস্যজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

