কামরুল হাসান,কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে স্বাস্থ্য সংকট নিরসন প্রতিরোধে রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
জনস্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বর্তমান ভয়াবহ চিকিৎসা সংকট, নার্স ও ওয়ার্ড বয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট বিরাজমান। ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের স্থলে ২/ ৩ জন চিকিৎসক দায়িত্ব পালন করছে, নেই প্রয়োজনীয় সংখ্যক সেবিকা, ও তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী। ডাক্তার, ওয়ার্ড বয়, নার্স পরিছন্ন কর্মী কর্মরত থাকলেও নাগেশ্বরী হাসপাতালের কাজ না করে বিভিন্ন স্থানে প্রেষণে কর্মরত রয়েছে।ফলে নাগেশ্বরী উপজেলার মানুষ পরিপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উক্ত মানববন্ধন থেকে নিম্ন দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয় :
১ অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার পোস্টিং দিতে হবে।
২াপ্রয়োজনীয় সংখ্যক সেবিকা তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী পোস্টিং দিতে হবে।
৩।নরমাল ডেলিভারী ও সিজার পুনরায় চালু করতে হবে।
৪। অ্যাম্বুলেন্স ভাড়া সাধারণ মানুষের সামর্থের মধ্যে নির্ধারণ করতে হবে।
৫।রায়গঞ্জ ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালু করতে হবে।
৬।কচাকাটা থানায় ৩০ সদস্য বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও চালু করতে হবে।
৭।রোগীর সঙ্গে সদাচারণ করতে হবে
৮।অপারেশন থিয়েটার চালু করতে হবে।
৯।সকল যন্ত্রপাতির টেকনিশিয়ান দিতে হবে।
উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন সেবা নিয়ে কোন প্রকার অবহেলা সাধারণ মানুষ মেনে নিবে না। তাই উক্ত দাবী গুলো দ্রুত বাস্তবায়ন না হলে, নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের জনগণ সর্বাত্মক আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করে দাবি আদায়ে বাধ্য করবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান, নাগেশ্বরী পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক নাগেশ্বরী বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ছাত্র, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন শেষে সিভিল সার্জন কুড়িগ্রাম, বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

