মোঃরেজাউল হক রহমত,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সাতজন শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা।
সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাঁদের নিষ্ঠা ও পরিশ্রম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকরা আলোর ফেরিওয়ালা। তাঁদের কর্মপ্রয়াসেই সমাজ আলোকিত হয়েছে।”
বিদায়ী হিসেবে সংবর্ধিত হন সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, এবিএম আব্দুল খালেক, মো. নুরুল হোসেন, মো. আবুল খায়ের, নুরুল ইসলাম ভুইয়া, নৈশপ্রহরী নুরু মিয়া (মরণোত্তর) ও অফিস সহায়ক মো. জীবন মিয়া (মরণোত্তর)।
অনুষ্ঠানে তাঁদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও স্মৃতিচারণার মধ্য দিয়ে বিদায় জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও হৃদয়ছোঁয়া।

