জাকিয়া সুলতানা,ধর্মপাশা,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর ১৮ আগস্ট সোমবার সকাল ১১ টায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দেশের মৎস্য সম্পদ সম্প্রসারণ, সংরক্ষণ এবং উন্নয়নের বিষয়ে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদুদ্বকরণের লক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্টান,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
” অভয়াশ্ররম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আসয়াত বিন খলিল রাহাত, সাংবাদিক সালেহ আহমেদ, মৎস্য চাষি মোঃ মনজুরুল হক, মৎস্যজীবী মোঃ আব্দুল জলিল প্রমুখ।
আলোচনা শেষে ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার বিতরণ করা হয়, তারা হলেন, মোঃ মনজুরুল হক টান মেউহারী, শাহীন খান পাইকুরাটী, আব্দুল মোন্নাফ হলিদাকান্দা।

