• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ 

     swadhinshomoy 
    21st Aug 2025 11:02 am  |  অনলাইন সংস্করণ Print
    মাহফুজার রহমান, শ্রীপুর, মাগুরাঃ

    ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ সম্পন্ন হয়। বুধবার বেলা ১১ টা থেকে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নাকোল ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

    নির্বাচনে সভাপতি পদে  মিয়া শরাফত হোসেন শুকুর, মিজানুর রহমান ও রবি খান, সাধারণ সম্পাদক পদে মইনুল হাসান মুক্তি, মহব্বত হোসেন, শহিদুল ইসলাম, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মুক্তি মাহমুদ, জুয়েল শেখ, বাচ্চু মোল্লা ও দুলাল শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন ।
    নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ আলমগীর হোসেন।
    নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    সর্বশেষ খবর অনুযায়ী ইউনিয়ন সভাপতি পদে রবিউল ইসলাম খান , সেক্রেটারি পদে মো: মোহাব্বত এবং সাংগঠনিক পদে মো : জুয়েল নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই রায়নগর গ্রামের বাসিন্দা।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31