• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তাড়াইল সদর বাজারে যানজট নিরসনে অভিযান, ব্যবসায়ী-চালকদের জরিমানা 

     swadhinshomoy 
    26th Aug 2025 6:33 am  |  অনলাইন সংস্করণ Print

    মো ওমর খান সানি , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর বাজারের মূল সড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী।

    এসময় বাজারের মূল সড়কে কাঁচা বাজার বসানো ও নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে যানজট সৃষ্টি করার অপরাধে সাত জনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় তাড়াইল সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় অভিযানে সহযোগিতা করেন এসআই নাহিদ হাসান সহ তাড়াইল থানা পুলিশ।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাড়াইল সদর বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের রাস্তার ওপর কাঁচা বাজার এবং নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানোর অপরাধে ৫ হাজার ৫০০ টাকা সাতজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
    এ সময় জরিমানার পাশাপাশি ব্যবসায়ী ও চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ভ্রাম্যমাণ আদালত।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, বাজারের মূল সড়কের মাঝে কাঁচা বাজার ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়। যার কারণে উপজেলার এই প্রধান বাজারটিতে বিরাট যানজটের সৃষ্টি হয়। এতে করে বাজারে আসা লোকজনের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী ব্যবসায়ী ও চালকদের জরিমানা করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31