swadhinshomoy
26th Aug 2025 6:49 am | অনলাইন সংস্করণ Print
মোঃজাহুদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও—তারেক রহমানের ৩১ দফাই আমাদের মুক্তির সনদ”—এমন স্লোগানে মুখর ছিল কচাকাটা ইউনিয়নের তরীরহাট ও নায়েকেরহাট বাজার। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখা এ লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও—তারেক রহমানের ৩১ দফাই আমাদের মুক্তির সনদ”—এমন স্লোগানে মুখর ছিল কচাকাটা ইউনিয়নের তরীরহাট ও নায়েকেরহাট বাজার। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখা এ লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।
আন্দোলনের উদ্বোধনী ভাষণে উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রসুল রাজা বলেন,
“স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিই জনগণের মুক্তির রূপরেখা।”
সভায় জ্বালাময়ী বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য মো: রফিকুল ইসলাম, সদস্য মাহফুজার রহমান আপেল, মো: জাহিদুল ইসলাম খান ও মো: ইব্রাহিম আলী।
বক্তারা বলেন—
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”
“আওয়ামী সরকারের দুঃশাসন শেষ করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”
“তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রের মুক্তি আসবে।”
কর্মসূচিতে কচাকাটা, কেদার ও বল্লভের খাস ইউনিয়নের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। তরীরহাট বাজার থেকে নায়েকেরহাট পর্যন্ত মিছিল, স্লোগান আর লিফলেট বিতরণে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়।
আলোচনা সভার এক নেতা বলেন—
“মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, গুম-খুন আর দমননীতিতে অতিষ্ঠ। তারেক রহমানের ৩১ দফা মানুষের মুক্তির রূপরেখা। এ দফাগুলোই আগামী দিনের গণআন্দোলনের হাতিয়ার।”
দিনভর কর্মসূচিতে বাজারগুলোতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। যেন জনতার অন্তরে জমে থাকা ক্ষোভ, ক্রোধ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা স্লোগানে, গলায় ও হাতে ধরা লিফলেটে প্রকাশিত হয়ে উঠছিল।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

