swadhinshomoy
28th Aug 2025 3:45 am | অনলাইন সংস্করণ Print
মোঃ সুরুজ – ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপীসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাদেরকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
গ্রেফতাররা হলেন- ওলিয়ার শেখ (৩৭) ও আমান (৫)।
ওলিয়ার শেখ বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করেন। সেখানে ওলিয়ার দর্জির কাজ করেন। ২০১৭ সালে তিনি ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা ইসরাঈল শেখের মেয়ে মোছা. ববিয়াকে (৩৫) বিয়ে করেন। ওলিয়ার শেখের ছেলে আমান শেখ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে বাংলাদেশের ৯শ গজ ভেতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওলিয়ারের কাছে থেকে পাওয়া তথ্য মতে, বাগেরহাট সদর নিবাসী মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫ লাখ ৪ হাজার জাল রুপি ৬০,০০০ টাকা দিয়ে ক্রয় করেন। বিষয়টি জানতে পেরে ওলিয়ার শেখ ও আমানকে গ্রেফতার করা হয়ে। পরবর্তীতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

