দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইন শৃংখলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন শারদীয় দুর্গাপূজার উৎসব যেন সানন্দে নির্বিঘ্নে করতে পারে, কোথাও যেন কোন প্রকার অপৃতিকর ঘটনা না ঘটে এব্যাপারে দৌলতপুর উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন রাজনৈতিকদল,জনপ্রতিনিধিরা এব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলার আমীর উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দীন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মোঃ শাকিল আহমেদ, বিজিবি প্রতিনিধি, হিন্দু ধর্মীয় কল্যানট্রাষ্ট কুষ্টিয়ার সহকারী পরিচালক হ্যাপি সাহা, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সমন্বয়ক অমিত সরকার,
গণমাধ্যম কর্মী দৈনিক দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়ন, খবরওয়ালা পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান সবুর মোল্লা প্রমুখ।
বক্তারা দৌলতপুর উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দৌলতপুরকে একটি উন্নয়নশীল, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত সমৃদ্ধ শীল দৌলতপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এবারের হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন উৎসবমুখর পরিবেশে সনাতনধর্মীয় সবচেয়ে বড় দূর্গা পুজার উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

