শওকতুল ইসলাম,চকরিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালা এলাকায় দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।এসময় এক যুবক নিহত হন ও ডাকাতদলের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন। নিহতের নাম মাহমুদুল হক।তিনি উখিয়া বালুখালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল মহাসড়কের দুই পাশে রশি টেনে মোটরসাইকেল আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এভাবে ডাকাত দলটি মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে মোটরসাইকেল আটকিয়ে মোটরসাইকেল আরোহীদের মারধরের পর জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়।
এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন মাহমুদুল হক সহ আরো ৪ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন ও আহত চারজনকে হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ,সন্ধ্যা নামলেই মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল ওত পেতে থাকে। সুযোগ বুঝে গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও মালামাল লুটপাট করে।আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারি না থাকায় এসব ঘটনা ঘটনোর সাহস পায় বলেও অভিযোগ তাদের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বুধবারও বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ডাকাতকে ঐ এলাকা থেকে আটক করে চকরিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে এমন ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু করেন।। ডাকাতদলকে দ্রুত আইনের আওতায় আনতে জোর অভিযান চলছে বলেও জানান তিনি।

