swadhinshomoy
27th Sep 2025 3:56 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
বুধবার রাতে ঐ যুবক হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে
মোহাম্মদ আলীর বাড়িতে জনৈকা এক প্রেমিকার প্রেমে আসক্ত হয়ে চলে এসেছেন।
এ ঘটনায় এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
জানা গেছে, উপরোক্ত গ্রামের জনৈক প্রমিকার সাথে চীনের এই যুবকের সাথে গত কয়েক মাস যাবত ফেইসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত কয়েক মাস যাবত তারা কথা বলার এক পর্যায়ে গত বুধবার রাতে বাহুবল উপজেলার খিলবামৈই গ্রামে প্রেমিকার বাড়িতে চলে আসে। ওই চীনের যুবককে প্রমিকার পরিবার রিসিভ করে নেয়।
বর্তমানে ওই যুবক প্রেমিকার বাড়িতে অবস্থান করছে। তবে তাদের মধ্যে বিবাহ হয়েছে কিনা তা জানা যায়নি।
এ ব্যাপারে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ জানান তিনি ফেইজবুকের মাধ্যমে জানতে পেরেছেন। তবে তাকে কেউ জানায়নি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

