আল-আমিন স্টাফ রিপোর্টার:
পবিত্র কুরআন শরিফ অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) যোহরের নামাজের পর শহরের বড় মসজিদের সামনে থেকে বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের ছাত্রবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বিক্ষোভে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। এতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

