• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর বদলগাছীর জগৎনগরে ডাকাতির চেষ্টা,গণপিটুনিতে আসাদুল নামে এক ডাকাতের মৃত্যু 

     swadhinshomoy 
    12th Oct 2025 9:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর বদলগাছীর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবর চাপা জগৎনগর গ্রামে  ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় জনতার গণপিটুনিতে আশাদুল ইসলাম (৪২) নামের এক ডাকাতের মৃত্যু হযেছে। ঐ ডাকাতকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তার পায়ের রগ কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় ।

    এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেন(২৬) সহ তার পরিবারে তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ১১ই অক্টোবর ভোররাতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবর চাপা কলেজ সংলগ্ন জগৎনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ডাকাত আশাদুল ইসলাম ওরুফে রফিকুল বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের মৃত আব্দুল মন্ডল ওরুফে ভাদুর ছেলে।

    আহতরা হলেন জগৎনগর গ্রামের নজরুলের স্ত্রী আয়েশা(৫০),ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী
    আসাদুল(৩০), আলআমিন(২৬)। এদের মধ্যে আয়েশার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
    স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউপির জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুল সহ ৫-৬ জনের একটি সঙ্গবদ্ধ দল ডাকাতি করতে যায়। টিন খুলে বাড়িতে প্রবেশ করে আল -আমিনকে মারধর করে তাঁকে বাঁধতে গেলে টিনে শব্দ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকানোর চেষ্টা করে।

    এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে গেলে আশাদুলকে আটক করে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে তার হাত-পা বেঁধে তার দুই পায়ের রগ কেটে দেয়।

    খবরপেয়ে বদলগাছী থানা পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান এবং গুরুত্বর আহতবস্থায় আশাদুলকে উদ্ধার করে প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু তার অবন্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ব্যবসায়ী আলামিন বলেন, খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় আমাকে ডাকাতরা মারধর করে হাত পা বাঁধার চেষ্টা করে। এমন সময় আমার পরিবারের লোকজন জানতে পারলে ডাকাতদের সাথে মারামারি শুরু হয়। পরিবারের অন্য সদস্যদের ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে একজন ডাকাত ধরা পড়ে। তাকে স্থানীয়রা আহত অবস্থায় পুলিশে দেন।

    আলামিনের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন,আমার স্বামী শ্বাশুড়ি ও ভাসুর তিন জনই জখম হয়েছে। তারা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    স্থানীয়রা বলেন, এরকম ঘটনা আগে কখনো হয় নি। তারা বহু দিন থেকে ভাঙারি ব্যবসা করতেছে। গত বৃহস্পতিবার এক ট্রাক মাল বিক্রি করে আলামিন ও তার পরিবার। এই খবর মনে হয় ডাকাতরা জেনে গিয়ে ছিলো। মূলত মাল বিক্রির টাকা ডাকাতি করতে এসেছিলো এই ডাকাত দল। তারা আরো বলেন, এই ডাকাতি কাজে আরো যারা জড়িত ছিলো তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।

    এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল আসামিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। মূলত ভাঙারি মাল বিক্রির টাকা লুট করতে গিয়েই ঘটনাটি ঘটেছে। মামলার প্রক্রিয়া চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031