• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সার কারখানায় গ্যাসের দাম বাড়ল দ্বিগুণের কাছাকাছি, কার্যকর ১ ডিসেম্বর 

     Ahmed 
    24th Nov 2025 1:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    অর্থনীতি ডেস্ক:     সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিট ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে। নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

    এর আগে গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। সেই সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “গ্যাসের দাম নির্ধারণে সবদিক বিবেচনা করে ভারসাম্য রাখতে হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচ বাড়বে, যা কৃষি খাতকে প্রভাবিত করতে পারে। খাদ্যের নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়ও আমাদের বিবেচনায় রাখতে হবে। এলএনজি আমদানের খরচও গুরুত্বপূর্ণ।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মো. আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহীদ সারওয়ার এবং সৈয়দা সুলতানা রাজিয়া। গণশুনানিতে কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিটের জন্য ৩০ টাকার মতো দাম প্রস্তাব করেছিল। পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, দাম বাড়ালে বাড়তি ৭ কার্গো এলএনজি আমদানি করে সারের সরবরাহ নিশ্চিত করা হবে।

    বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে প্রায় ৩৮ টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকায়, আর বিসিআইসি ডিলারদের কাছে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এতে কেজি প্রতি ১৩ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। নতুন গ্যাস দামের প্রভাবে ভবিষ্যতে সারের উৎপাদন খরচ ও বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30