এস এম গোলাম মোস্তফা,
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপ¯ি’ত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যব¯’ার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন।
নব নিযুক্ত জেলা প্রসাশক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের উন্নয়নকে বেগবান করতে সৎ ও চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানান। তিনি নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় মত বিনিময় সভায় ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, জামায়াতের সূরা সদস্য ফেরদৌস হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা আজিজুর রহমান সরকার স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান বক্তব্য রাখেন।
পরে নব নিযুক্ত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে ঔষুধি গাছের চারা রোপন করেন। সবশেষে তিনি উপজেলার দূর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

