• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সামনের দিন গুলোর গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন: শ্রীমঙ্গলে নবাগত ডিসি 

     swadhinshomoy 
    26th Nov 2025 10:13 am  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, “বাংলাদেশের আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি আগামী একশ বছরের বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে। সেখানে গণভোটসহ বেশ কিছু প্রসঙ্গ আমরা শুনছি। জনগণকে সেই প্রেক্ষাপট বুঝতে হবে, আর জনগণ যেদিকে রায় দেবে সেটিই হবে চূড়ান্ত।”

    সোমবার (২৪শে নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    “মৌলভীবাজার একটি ইউনিক জেলা”ডিসি তৌহিদুজ্জামান পাভেল বলেন,“দল-মত নির্বিশেষে মৌলভীবাজার একটি অসাধারণ জেলা। এখানে প্রায় ২৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস—এই অসাধারণ হারমোনিটা আমাদের বড় শক্তি। আমরা এই সম্প্রীতিকে কাজে লাগিয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের উন্নয়নে কাজ করবো।”

    তিনি আরও বলেন,“আমরা সততা, দরদ ও ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রশাসন পরিচালনা করছি এবং করব। উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন—কোনো ভুলভ্রান্তি হলে আমাকে জানাবেন, আমি তা সংশোধন করব। আমরা জনগণের পাশে আছি, জনসেবাই আমাদের প্রধান লক্ষ্য।”

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডিসি বলেন,
    “সামনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে ইতোমধ্যেই আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এমন একটি নির্বাচন আয়োজনের কথা ভাবছেন, যা জাতির দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা নির্ধারণ করবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”

    শ্রীমঙ্গলের সমস্যা–সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    উন্মুক্ত আলোচনায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

    জেলা প্রশাসকের অগ্রাধিকার ডিসি তৌহিদুজ্জামান পাভেল বলেন,“এই জেলায় নতুন যোগদান করেছি। আপনাদের সঙ্গে নিয়ে শ্রীমঙ্গলের যানজট নিরসন, মাদকবিরোধী কার্যক্রম, পর্যটনের বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী করার কাজে একসাথে এগিয়ে যাবো।”তিনি প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30