রবিউল আলম,দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলায় দৌলতপুর উপজেলা সদরে দৌলতপুরের ঐতিহ্যবাহী দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা প্রশাসন কাপ ২০২৫ এর জাঁকজমকভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। ফাইনাল খেলার টিম হিসেবে অংশগ্রহণ করেন- চকমিরপুর ইউনিয়ন পরিষদ বনাম চরকাটারী ইউনিয়ন পরিষদ।
ফাইনাল খেলাটি জাঁগজঁমকপূর্ন শুভ উদ্বোধন করেন- মানিকগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। উদ্বোধন অনুষ্ঠানের সভার সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। আরোও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী ভুমি কমিশনার (এসিল্যান্ড) মোঃ আহসানুল আলম , থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুর ইসলাম, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন এবং চরকাটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আইয়ুব আলী, দৌলতপুর পি,এস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান,সরকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, সরকারি শিক্ষক মো: শরিফুল ইসলাম সিন্টু, সমাজসেবক ও ক্রীড়া প্রেমিক মিলন হোসেন, দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মো: আরফান প্রধান, রাজনৈতিক নেতা- মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু, মানিকগঞ্জ বিএনপির কৃষি বিষয়ক মো: লোকমান হোসেন,বিএনপি নেতা সামান ও মোকছেদ সহ হাজার হাজার ফুটবল প্রেমিকরা উপস্থিত থেকে মনোরঞ্জন পূর্ন খেলাটি উপভোগ করেন। খেলাটি দেখার জন্য মাঠটি কাঁনায় কাঁনায় পরিপূর্ণ ছিল।
সভাপতির বক্তব্যে নাহিয়ান নূরের বলেন- যুব সমাজকে মাদকাসক্ত ও বিভিন্ন নেশা থেকে খেলামুখী করার প্রাথমিক প্রয়াস ও এই ফুটবল খেলার মাধ্যমে উৎসাহিত করা।

