আনিসুজ্জামান,স্টাফ রিপোর্টার, কটিয়াদী, কিশোরগঞ্জ :
(২৯ নভেম্বর ২০২৫,সকাল ৮:০০টায়)কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কটিয়াদী উপজেলার কটিয়াদি পৌরসভার ৩নং ওয়ার্ড এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কটিয়াদী পূর্ব পাড়া ১নং স্কুলের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্প বসে। এতে হাজারো রোগী অংশগ্রহণ করে। সকাল মানুষের ভীড়। এক দিকে সিরিয়ালে টোকেন দেওয়া হচ্ছে আর অন্য দিকে ডাক্তারবৃন্দ চিকিৎসা দিচ্ছেন। এতে কটিয়াদী শারন ডায়াগনস্টিক সেন্টার এর ডাক্তারবৃন্দ অংশগ্রহণ করেন।মানুষের মুখে একটি কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। সকল দলের তুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানব সেবায় এগিয়ে আছে। এক কথায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন প্রশংসার পঞ্চমুখ। এতে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা শাখার আমীর ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের শুরা সদস্য জনাব মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার সাহেব। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ -২(কটিয়াদী –পাকুন্দিয়ায়)বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী জনাব মাওলানা শফিকুল ইসলাম মোড়ল সাহেব। বিশেষ মেহমান ছিলেন কটিয়াদী পৌরসভার আমীর ও কটিয়াদী উপজেলা শাখার কর্ম ও শূরা সদস্য জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার সাহেব।

