swadhinshomoy
19th Aug 2025 10:46 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব,সাতক্ষীরা প্রতিনিধিঃ
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকা হাটি,হাটি পা,পা করে একটি বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সম্পাদক ও প্রকাশক রাজীব হাসান(রিমুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, এবং বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুই,সাংবাদিক হাফিজুর রহমান, নাছির উদ্দিন, মাহফিজুল ইসলাম আক্কাজ, আশেকুজ্জামান খান, খন্দকার আনিসুর রহমান। বর্তমান সাতক্ষীরার নির্বাহী সম্পাদক আবু হুরাইরা, সহসম্পাদক মনিরুজ্জামান মনির, বিশ্ব বাংলা টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি আবু জাফর, মমিনুর রহমান সবুজ,আব্দুল্লাহ আল মামুন,জাহিদুল ইসলাম,হাসিবুর রহমান,খলিলুর রহমান,আহছান হাবিব।
আলোচনা সভায় বক্তারা বলেন,আপনাদের লেখনির মাধ্যমে সাতক্ষীরাকে ফুটিয়ে তুলুন। দিনদিন অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে আপনাদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সাতক্ষীরার সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সহসম্পাদক মনিরুজ্জামান মনির। ১৯/০৮/২৫
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

