• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের প্রতি দ্রুত সমাধানের অনুরোধ। 

     swadhinshomoy 
    25th Aug 2025 7:13 am  |  অনলাইন সংস্করণ Print

    আশিকুর রহমান সিয়াম সাভার প্রতিনিধিঃ

    নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভার উপজেলার অন্তর্গত বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-১৯ আসনের অন্তর্ভুক্ত হিসেবে পরিচিত এবং এই পরিবর্তন তাদের সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা মনে করেন, ঢাকা-২ আসনের ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো তাদের জন্য অনুকূল নয়, ফলে এই অন্তর্ভুক্তি জনদুর্ভোগ বাড়াবে।

    এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ২৪ আগস্ট রবিবার সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজারো মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একযোগে দাবি তোলেন, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে আগের মতোই ঢাকা-১৯ আসনে বহাল রাখা হোক। মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সাথেই থাকতে চাই। অতীতে আমরা এই আসনের অন্তর্ভুক্ত ছিলাম এবং ভবিষ্যতেও এখানেই থাকতে চাই। তিনি আরও বলেন, আমাদেরকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করলে জনদুর্ভোগ বাড়বে এবং প্রশাসনিক সেবা গ্রহণে জটিলতা দেখা দেবে।

    স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের দাবি মানা না হলে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। তারা প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের কাছে অনুরোধ জানান, যেন জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-১৯ আসনের আওতায় রাখা হয়। এলাকাবাসীর মতে, এই দুটি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ছয় লাখ, এবং তাদের অন্যত্র অন্তর্ভুক্ত করলে প্রশাসনিক দুর্ভোগ ও সামাজিক অস্থিরতা বাড়বে।

    এই প্রতিবাদ শুধু একটি নির্বাচনী সীমা পরিবর্তনের বিরুদ্ধে নয়, বরং এটি জনগণের অধিকার, পরিচয় এবং অংশগ্রহণের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতকে সম্মান করা এবং তাদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি। বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের জনগণ সেই সম্মান ও স্বীকৃতির দাবিতেই আজ ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31