swadhinshomoy
25th Aug 2025 7:16 am | অনলাইন সংস্করণ Print
মোঃমারুফ,বরিশাল ব্যুরোঃ
বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাবার গ্রেপ্তারের পর এবার ছেলেকে আটক করা হলো। রবিবার (২৪ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন লুকিয়ে থাকার পর তৌহিদ আফ্রিদি নিজেই হাসিমুখে পুলিশের হাতে ধরা দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, “ঢাকা থেকে সিআইডি’র একটি টিম এসেছিলো। আমরা শুধু ফোর্স দিয়ে সহায়তা করেছি। গ্রেপ্তারের পরই তাকে সাথে সাথে ঢাকায় নিয়ে যাওয়া হয়।”
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

