• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটির পাল্টা সংবাদ সম্মেলন 

     swadhinshomoy 
    25th Aug 2025 10:17 am  |  অনলাইন সংস্করণ Print

    নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

    গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে সন্ধ্যায় বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের সদ্য অনুমোদিত কমিটির বিরুদ্ধে বাঘাইছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ (২৫ আগস্ট, ২০২৫) সোমবার দুপুর ১টায় বাঘাইছড়ি প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন অনুমোদিত নতুন কমিটির নেতারা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ ইউসুফ আলী।
    তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা কমিটির অনুমোদনক্রমে গঠিত বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের নতুন কমিটি যথাযথ নিয়মনীতি মেনে, সাংগঠনিক গঠনতন্ত্রের আলোকে এবং দায়িত্বশীল মহলের অনুমোদনের মাধ্যমে ঘোষিত হয়েছে। মোট ৬১ সদস্যের এ কমিটি বাঘাইছড়ির শ্রমজীবী মানুষের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতেই গঠিত। অথচ এ বৈধ ও অনুমোদিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে কিছু ব্যক্তি সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

    লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আতাউর মাঝি, কাজী মোস্তফা, ইব্রাহিম মাঝি, মাঝি মোস্তফা, মনির হোসেনসহ আরো অনেকে রয়েছেন—যারা গত ১৫ বছর ধরে বিএনপির দুঃসময়ে মাঠে অনুপস্থিত ছিলেন। সেই কঠিন সময়ে তারা দলের সঙ্গে না থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের শীর্ষ মহলের ঘনিষ্ঠ থেকে ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি ও গাড়ি ব্যবসায় জড়িত ছিলেন।

    বক্তারা দাবি করেন, তাদের রাজনৈতিক অবস্থান ছিল সুবিধাভোগী, আর প্রকৃত অর্থে শ্রমিকদলের কার্যক্রমে কোন ভূমিকা রাখেননি।

    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপির কঠিন দুঃসময়ে যখন আন্দোলন, মামলা, গ্রেফতার, নির্যাতনের ঝড় বয়ে গেছে—তখন এইসব ব্যক্তিদের কোথাও দেখা যায়নি। অথচ ৫ আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর, যখন জনগণের শক্তির কাছে স্বৈরাচারী শাসন পরাজিত, তখন তারা পদ-পদবি লাভের আশায় হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে না, বরং দলে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে।

    বক্তারা জোর দিয়ে বলেন, জেলা শ্রমিকদলের অনুমোদিত বাঘাইছড়ি পৌর কমিটিই একমাত্র বৈধ কমিটি। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন, গঠনতন্ত্র বহির্ভূতভাবে গোষ্ঠীভিত্তিক প্রচারণা দলের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।

    সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, যারা এতদিন দলের পাশে না থেকে অন্য শক্তির সাথে সুবিধা নিয়েছেন, তারা যদি সত্যিই শ্রমিকদলের কল্যাণে কাজ করতে চান তবে অনুমোদিত কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত। ব্যক্তিগত লাভের জন্য বিভ্রান্তি ছড়িয়ে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করা হলে তার দায়ভার ইতিহাসে ক্ষমাহীন হবে।

    শেষে বক্তারা জেলা ও কেন্দ্রীয় শ্রমিকদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনুমোদিত কমিটির নেতৃত্বেই বাঘাইছড়ি পৌর শ্রমিকদল সাংগঠনিক ঐক্য বজায় রেখে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামকে বেগবান করবে। একইসাথে বিভেদ নয়, ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদলকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নতুন অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, যুগ্ম সম্পাদক মো: সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহিন, এছাড়াও উপস্থিত ছিল জাহাঙ্গীর আলম, নুর উদ্দিন কাদের, মোঃ ফরিদ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31